Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
জকিগঞ্জ উপজেলায় শুরু হলো শতভাগ ই-নামজারি
বিস্তারিত

 

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ভূমি সেবাকে সহজীকরণের লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা ও জেলা প্রশাসক সিলেট এর সার্বিক তত্ত্বাবধানে গত ২৬ জুন ২০১৯ থেকে জকিগঞ্জ উপজেলার শতভাগ ই-নামজারি কার্যক্রম শুরু হয়েছে।
নিম্নোক্ত লিঙ্ক এ ক্লিক করে যে কোনো নাগরিক খুব সহজেই অনলাইনে তার নামজারির আবেদন দাখিল করতে পারবেন কোনো ধরনের মধ্যস্বত্বভোগীদের/দালালের সাহায্য ছাড়াই-
https://www.land.gov.bd/pages/mutation

ই-নামজারি আবেদন কিভাবে করবেন তা জানতে দেখে নিতে পারেন নিম্নোক্ত লিঙ্কের ভিডিওটি
https://www.youtube.com/watch?v=yrUf_LitP4M

ই-নামজারির আবেদনের ক্ষেত্রে আবেদনের সাথে আপনাকে সংশ্লিষ্ট দলিল(মূল কপি হলে স্পষ্টভাবে বুঝা যায়) ও কাগজাদি স্ক্যান করে আপলোড করতে হবে। এক্ষেত্রে স্ক্যানার না থাকলেও আপনি Android Mobile থেকে CamScanner app দিয়ে সহজেই প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে পারবেন।
আরো উল্লেখ্য, আবেদনের সাথে আপনার চালু আছে এমন মোবাইল নম্বর দিবেন। আপনার আবেদন নিষ্পত্তির কোন পর্যায়ে আছে তা আপনার সরবারহকৃত মোবাইল নম্বর এ মেসেজ পাঠিয়ে জানিয়ে দেয়া হবে।
তারপরও আপনাদের ই-নামজারি বিষয়ক যেকোনো জটিলতায় সরাসরি উপজেলা ভুমি অফিস, জকিগঞ্জ এ যোগাযোগ করুন।
পুনশ্চ - ই-নামজারী উপজেলা ভূমি অফিস ব্যতীত অন্য কোথাও হতে নিষ্পন্ন করা হয়না। দালালদের হয়রানি থেকে বাঁচতে নিজের আবেদন নিজেই করুন এবং মনে রাখবেন ই-নাজারির করতে সরকারি ফিস বাবদ আপনার সর্বমোট খরচ হবে ১১৭০ টাকা।
 
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
11/07/2019
আর্কাইভ তারিখ
31/12/2019